হেলিকপ্টারে চেপে ফটো সেশন হল! মোদীর আকাশ সফরকে কটাক্ষ উদ্ধব ঠাকরের
গুজরাটের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকাশপথে ভ্রমণ করেন
ঘূর্ণিঝড় টাওতে নিয়ে শিবসেনা, বিজেপি সংঘাত তুঙ্গে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা ঘোরার নামে ফটো সেশন করেছেন। পাল্টা তোপ দাগলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্ৰী উদ্ধব ঠাকরে।
ঘূর্ণিঝড় টাওতে ভারতের পশ্চিম উপকূলের একাধিক এলাকায় চরম ক্ষয়ক্ষতি করেছে। এই ঘূর্ণিঝড়ের দাপটে বিধ্বস্ত মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলবর্তী এলাকা।
গুজরাটের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকাশপথে ভ্রমণ করেন। কিন্তু তাঁর এই আকাশপথে বিধ্বস্ত এলাকা পরিদর্শন নিয়ে শিবসেনার সঙ্গে বিজেপির চরম বিতর্ক শুরু হয়।
শুক্রবার মহারাষ্ট্রের কঙ্কন এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি পায়ে হেঁটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। স্থানীয় প্রশাসনকে যথাযথ সাহায্য করার আশ্বাস দেন।
এরপরেই বিজেপির তরফে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে হয়। বলা হয় তিনি মাত্র ৩ ঘণ্টা এলাকা পরিদর্শন করেছেন। এই ৩ ঘণ্টায় তিনি সাধারণ মানুষের সমস্যা কী বুঝবেন প্রশ্ন তোলা হয় মহারাষ্ট্রের বিরোধী দলের পক্ষ থেকে।
উত্তরে উদ্ধব ঠাকরে জানান, আমি তবু স্থানীয়দের সঙ্গে কাছে গিয়ে কথা বলেছি। তাঁদের সমস্যা বোঝার চেষ্টা করেছি। আমি অন্তত ফটোসেশন করার জন্য হেলিকপ্টারে চাপিনি। মুখ্যমন্ত্রী ঠাকরের মোদীকে প্রশ্ন, হেলিকপ্টারে কতটা ক্ষয়ক্ষতি বোঝা যায়?
Comments are closed.