নথি জালিয়াতি মামলা: ছত্তিসগড়ের থানায় হাজিরা এড়ালেন BJP নেতা সম্বিত পাত্র
একই অভিযোগে অভিযুক্ত ছত্রিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমণ সিংহ
হাজিরা এড়ালেন কংগ্রেসের লেটারহেড জাল করার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা সম্বিত পাত্র। রবিবার তাঁর ছত্রিসগড়ের রায়পুর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল।
রবিবার রায়পুর থানায় ইমেল করে তিনি পুলিশ আধিকারিকদের অনুরোধ করেন, তাঁকে অন্য কোনও দিন জিজ্ঞাসাবাদ করা হোক।
একই অভিযোগে অভিযুক্ত ছত্রিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমণ সিংহ। তাঁকে সোমবার তলব করা হয়।
পুলিশ সূত্র জানা যাচ্ছে, রাজ্যের যুব কংগ্রেসের সভাপতি কোকো পাধি এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের ছত্রিশগড় শাখার সভাপতি আকাশ শর্মা গত বুধবার রায়পুর সিভিল পুলিশ লাইনে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রমন সিংহের বিরুদ্ধে এফআইআর করেন।
কয়েকদিন আগে বিজেপি কংগ্রেসের টুলকিট বলে দাবি করে একটি চিঠি প্রকাশ করা হয়। গেরুয়া শিবিরের দাবি, কংগ্রেসের লেটারহেডে পরিকল্পনা করা হয়েছে কী ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির ভাবমূর্তি নষ্ট করা যায়। কংগ্রেসের টুলকিট বিলে দাবি করে সেই চিঠি শেয়ার করেন সম্বিত পাত্র, জেপি নাড্ডার মতো বিজেপি শীর্ষ নেতারা। ট্যুইটার এই সব ট্যুইটেই ম্যানিপুলেটেড কন্টেন্ট বলে তকমা দেয়।
সেই সময় ছত্তিসগড়ে সম্বিত পাত্রদের বিরুদ্ধে থানায় এফআইআর হয়। রবিবার তলব করা হয় সম্বিত পাত্রকে। ত্রাণ বণ্টনে ব্যস্ত বলে জানিয়ে সেই হাজিরা এড়িয়ে গেলেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র।
অভিযুক্তদের বিরুদ্ধে 504 ধারায় ইচ্ছাকৃত ভাবে সম্মানহানি, এবং জাল নথি তৈরি ও শান্তি ভঙ্গ, 505(1)(b,c), 469 সুনাম নষ্ট করার জন্য নথি জালিয়াতি, 198 ভুয়ো নথি ব্যবহার সহ একাধিক ধারায় এফআইআর করা হয়েছে বলে এক পুলিশ কর্তা জানান।
অভিযোগের ভিত্তিতে বিজেপির জাতীয় মুখপাত্রকে রবিবার বিকেলে ৪টের সময় সশরীরে অথবা ভার্চুয়ালি রায়পুর থানায় হাজিরা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার তদন্তের স্বার্থে পুলিশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করার অনুমতি চেয়ে রমন সিংহকে একটি নোটিস দেয়।
Comments are closed.