ডায়মন্ড হারবারের ত্রাণ শিবিরে অভিষেক ব্যানার্জি, হাঁটু জলে সোহম
আবহাওয়া দফতরের আগাম সতর্কতা অনুযায়ী রাজ্যের অন্যান্য জায়গার মত ডায়মন্ড হারবারেও যশ মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছিল প্রশাসন
বুধবার ঝড়ের প্রভাব কিছুটা কম হতেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে পৌঁছে গেলেন সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক ব্যানার্জি।
ঘূর্ণিঝড় যশের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল। রক্ষা পায়নি ডায়মন্ড হারবারও।
আবহাওয়া দফতরের আগাম সতর্কতা অনুযায়ী রাজ্যের অন্যান্য জায়গার মত ডায়মন্ড হারবারেও যশ মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছিল প্রশাসন। বিপদজনক এলাকার মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে।
এদিন নিজে পৌঁছে গিয়ে সমস্ত ব্যবস্থার তদারকি করছেন অভিষেক ব্যানার্জি। করোনা নিয়েও সতর্ক করে দেন সাংসদ। ঘুরে দেখেন একাধিক ত্রাণ শিবির। কথা বলেছেন এলাকার মানুষের সঙ্গে।
সাংসদের সঙ্গে কথা বলার সময় এক মহিলা আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সবরকম সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন ডায়মন্ড হারবারের তরুণ সাংসদ।
অন্যদিকে দলের যুব সভাপতির মতোই যশ মোকাবিলায় এদিন রাস্তায় নামলেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। অনুগামীদের নিয়ে নিজের বিধানসভা ক্ষেত্র চণ্ডীপুরের বিপদজনক এলাকা পরিদর্শন করে দেখলেন অভিনেতা।
জানা যাচ্ছে যশ ধেয়ে আসার আগে থেকেই চন্ডীপুরে রয়েছেন তিনি।
বুধবার দুপুরে তিনি কিছু ছবি ট্যুইট করেন। কয়েকজন অনুগামী নিয়ে নিজের এলাকা পরিদর্শন করেছেন সোহম।
আজ ঝড়ের তান্ডব চলাকালীনই সকাল থেকেই চণ্ডীপুরে প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যত দ্রুত সম্ভব জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসন এবং আমার সহকর্মীরা সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যাতে আমরা খুব তাড়াতাড়ি এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারি pic.twitter.com/6drYjiMyt6
— Soham Chakraborty (@myslf_soham) May 26, 2021
ট্যুইটে অভিনেতা লেখেন, ঝড়ের তান্ডব চলাকালীন সকাল থেকেই চণ্ডীপুরের প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যত দ্রুত সম্ভব জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে।
Comments are closed.