কলকাতার আকাশ কালো, দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন একাংশ

যশের দাপট কমলেও একদিন পর কলকাতার একাংশ জোয়ারের জলে ভাসছে

শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়েছে যশ। তার জেরে সকাল থেকে কলকাতা সহ একাধিক জেলায় দফায় দফায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি।

সকাল থেকেই মুখভার আকাশের। পূর্ণিমার ভরা কোটালের দাপটে উপছে গেছে গঙ্গা। বুধবারই আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, বিকেল ৪ টে পর্যন্ত দফায় দফায় ভারী বৃষ্টি হবে। বইতে পারে দমকা হাওয়া। যার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি হতে পারে।

যশের দাপট কমলেও একদিন পর কলকাতার একাংশ জোয়ারের জলে ভাসছে। দুপুরে জোয়ার চলাকালীন গঙ্গার জলস্তর অনেকটাই উঠে আসে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কোটালের কারণে বিকেল ৪টে পর্যন্ত লকগেট বন্ধ রাখা হয়েছিল। ফলে জমা জল বেরোতে পারেনি। তার জেরেই জল জমেছে কলকাতার বিভিন্ন অংশে। কালীঘাটের মন্দিরের দরজা পর্যন্ত জল। আগেই কলকাতা পুরসভা তরফে জানানো হয়েছিল, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল সাড়ে ৪ টে পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার সব লকগেট। সেইসময় বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকলেও যদি গঙ্গার জলের স্তর কমে তাহলে লকগেট খোলার পর দ্রুতই জল নেমে যাবে।

Comments are closed.