শুক্রবার থেকে বদলাচ্ছে আবহাওয়া, ফের একবার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস 

বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামীকাল সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। যার পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়তে পারে। মূলত শুক্রবার দুপুর থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকবে। অদ্রতাজনিত অস্বস্তিও বাড়বে শুক্রবার বিকেলে পর্যন্ত। হাওয়া অফিসের তরফে এমনটাই জানানো হয়েছে। 

জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শনিবার থেকে বৃষ্টি বাড়বে। এদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। যদিও রবিবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি পাল্টাতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলেই জানানো হয়েছে। 

বৃহস্পতিবার দিনভর মূলত মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রাও বেশ কিছুটা বেশি থাকবে। সেই সঙ্গে অদ্রতাজনিত অস্বস্তিও চরমে উঠবে। 

Comments are closed.