করোনায় মৃত ৬৭ জন সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের
করোনা ছাড়াও অন্য কারণে মৃত ১১ জন সাংবাদিকের পরিবারের আবেদন নিয়ে তারা চিন্তাভাবনা করছে কমিটি
সাধারণ মানুষের পাশাপাশি করোনায় মৃত্যু হয়েছে প্রথম সারির বহু যোদ্ধাদের। যার মধ্যে অন্যতম সাংবাদিকরা। এবার প্রয়াত ৬৭ জন সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।
বৃহস্পতিবার কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে জারি করা হয়। সেখানে বলা হয়, যে সমস্ত সাংবাদিকদের করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৬৭ জন সাংবাদিকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের Journalist Welfare Scheme এর আওতায় এই আর্থিক সহায়তা করা হবে বলে সূত্রের খবর।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারে কেন্দ্র সরকারের কাছে করোনায় প্রয়াত সাংবাদিকদের ২৬ পরিবারের জন্য ক্ষতিপূরণের প্রস্তাব রেখেছিলেন। সেই প্রস্তাবেই সম্মতি দিয়েছে কেন্দ্র। এর আগে কেন্দ্রের তরফে আরও ৪১ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই প্রেস ইনফরমেশন ব্যুরোর স্বতঃপ্রণোদিত ভাবে করোনায় মৃত সাংবাদিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্যের পাশাপাশি কীভাবে প্রকল্পের জন্য পদক্ষেপ নিতে হবে সে সম্পর্কেও জানিয়ে দেওয়া হয়েছে কমিটির তরফে।
এদিন প্রকল্প নিয়ে বৈঠকের পর কমিটির তরফে জানানো হয়েছে, করোনা ছাড়াও অন্য কারণে মৃত ১১ জন সাংবাদিকের পরিবারের আবেদন নিয়ে তারা চিন্তাভাবনা করছে।
Comments are closed.