জনপ্রিয় ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তিত
কলকাতা পুরসভার পক্ষ থেকে নতুন সময়সূচি জানানো হয়েছে
পরিবর্তিত হয়েছে ‘টক টু কেএমসি’ অনুষ্ঠান। এবার থেকে প্রতি শনিবার দুপুর ১ তা থেকে ২ টো পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। যা আগে ছিল শনিবার দুপুর ৩টে থেকে ৪টে পর্যন্ত। কলকাতা পুরসভার পক্ষ থেকে নতুন সময়সূচি জানানো হয়েছে টুইটের মাধ্যমে। এই ক্ষেত্রে টোল ফ্রি দুটি নম্বর দিয়ে দেওয়া হয়েছে। এই দুটি নম্বরে ফোন করে তিলোত্তমাবাসী সরাসরি কথা বলতে পারেন মহানাগরিকের সঙ্গে। তুলে ধরতে পারেন নিজেদের সমস্যার কথা।
📞☎
Talk To KMC has a new timing!
Every Saturday 1-2 PM
1800 572 1213
1800 345 1213@FirhadHakim pic.twitter.com/DpbbKQCZ2e— Kolkata Municipal Corporation (@kmc_kolkata) May 29, 2021
শনিবার থেকে ফের আগের মতো পুরসভায় এসে কাজে যোগ দিয়েছেন পুরপ্রশাসক তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। নতুন সময় অনুযায়ী এইদিন ‘টক টু কেএমসি’ অনুষ্ঠান শুরু হয় বেলা ১ টার সময়। এই অনুষ্ঠানে যোগ দিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। বৈঠকে তিনি করোনা ভ্যাকসিনেশনের দিকেই নজর দেওয়ার কথা বলেন।
উল্লেখ্য, গত বছর মে মাস থেকে শুরু হয় ‘টক টু কেএমসি’। করোনার কারনে কলকাতা পুরসভার ভোট স্থগিত হয়ে যায়। জনপ্রিয়তার কারনে গত বোর্ডের মেয়র তথা বর্তমান পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম ‘টক টু মেয়র’ অনুষ্ঠানটি ‘টক টু কেএমসি’ নাম দিয়ে চালু করেন।
শুক্রবার জামিন পেয়েছেন ফিরহাদ হাকিম সহ ৩ হেভিওয়েট নেতামন্ত্রী। গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পেয়েই নিজের কাজে ফিরেছেন ফিরহাদ। আর কাজে ফিরেই আগের মত কলকাতার মানুষের অভাব অভিযোগ শোনার জন্য তিনি যোগ দিয়েছেন ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে। তবে শুধু পুরসভার প্রশাসক হিসেবে নিন, রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্ৰী হিসেবেও নিজের দফতরের কাজ শুরু করেন তিনি।
Comments are closed.