বিজেপিতে থাকতে গেলে হিম্মত লাগে, দলবদলুদের নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের হিম্মত থাকলে বিজেপিতে থাকবেন
বিজেপিতে থাকতে গেলে হিম্মত লাগে। তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের হিম্মত থাকলে বিজেপিতে থাকবেন। দলবদলুদের সম্পর্কে এমনই মত বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষের।
এক সংবাদ মাধ্যমকে দিলীপ ঘোষ জানিয়েছেন, এখানে সুবিধা হবে না জেনে আবার তৃণমূলে ফিরে যাচ্ছেন তাঁরা। তৃণমূল থেকে লক্ষ লক্ষ লোক বিজেপিতে এসেছেন। দুএকজন চলে গেলে অসুবিধা নেই।
উল্লেখ্য, ভোট মিটতেই তৃণমূল থেকে বিজেপিতে আসা অনেক নেতাই ফের নিজের দলে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সোনালি গুহ, সরলা মুর্মু, বাচ্চু হাঁসদারার মত নেতারা তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন।
বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস তৃণমূলে ফিরতে চেয়ে মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। কয়েকদিন আগে তিনি নারদ কাণ্ডে ৪ হেভিওয়েট নেতা গ্রেফতারি বিজেপির প্ৰতি হিংসার রাজনীতি বলে জানিয়েছিলেন। অন্যদিকে তৃণমূলে ফেরার জল্পনা বাড়িয়েছেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, শুভ্রাংশু মনের দু:খের কথা লিখছেন সোশ্যাল মিডিয়ায়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
উল্লেখ্য, জনগণের সমর্থন নিয়ে আসা তৃণমূল সরকারের সমালোচনা করার আগে নিজেদের আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন।বিজেপির নাম না করে শুভ্রাংশু ফেসবুক পোস্টে এইকথা বলেছেন বলে মনে করছেন অনেকে। এরমধ্যেই দিলীপ ঘোষের মন্তব্য আমাদের মতো শৃঙ্খলাবদ্ধ দলে তৃণমূলের নেতাদের থাকা বেশ কঠিন। যা বেশ তাৎপর্যপূর্ণ।
Comments are closed.