বারাণসীতে মৃত ২ শ্রমিক পরিবারের পাশে রাজ্য, মালদহ গিয়ে আর্থিক সহায়তা ফিরহাদের
মৃত এবাদুল মোমিন ও আমিনুল মোমিনের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মন্ত্ৰী ফিরহাদ হাকিম
উত্তরপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হয়েছে বাংলার দুই শ্রমিকের। বুধবার মৃত এবাদুল মোমিন ও আমিনুল মোমিনের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মন্ত্ৰী ফিরহাদ হাকিম। আহতদের পরিবারকেও সাহায্য করেছে সরকার।
জানা গেছে, উত্তরপ্রদেশের বারাণসীতে নির্মান কাজে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় মালদহের বাসিন্দা ২ জনের। ঘটনায় আহত হন আরও ৬ শ্রমিক। মঙ্গলবার এই খবর প্রকাশ হওয়ার পরেই মৃত ও আহত শ্রমিকদের বাড়িতে দফায় দফায় যান প্রশাসনিক কর্তারা। এরপরই মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি ফিরহাদ হাকিমকে মৃত ও আহত শ্রমিকদের বাড়ি যাওয়ার নির্দেশ দেন। ফিরহাদ হাকিম জানিয়েছেন, মৃত শ্রমিকের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার চেষ্টা করবেন।
মঙ্গলবার বিকেলে মালদহের কালিয়াচক ১ নম্বরের বিডিও সেলিম হাবিব সরদার নিহত শ্রমিকদের বাড়ি যান। নিহত ও আহতদের সব নথি সংগ্রহ করেন।
মালদার তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নূর জানান, আহত শ্রমিকদের চিকিৎসা চলছে বেনারসে। সরকার সব সময় পাশে আছে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র কাশীতে সংস্কারের কাজে গিয়েছিলেন মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকের শেরশাহী এলাকার কয়েকজন বাসিন্দা। মন্দির সংলগ্ন বাড়িতেই থাকতেন তাঁরা। মঙ্গলবার ভোরে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। দেওয়াল চাপা পড়েন ৮ শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের।
Comments are closed.