মিথ্যা প্রচারের অভিযোগ, শুভেন্দুকে আইনি নোটিস ফেরার বিনয় মিশ্রর

ভিত্তিহীন তথ্য দিয়ে মিথ্যা প্রচারের অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাঁকে আইনি নোটিশ পাঠালেন গরু ও কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত ফেরার বিনয় মিশ্র।

নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বিরুদ্ধে ফেরার বিনয় মিশ্রের আইনজীবীর অভিযোগ, মিথ্যা তথ্য পরিবেশন করে শুভেন্দু তাঁর মক্কেলের নামে অপপ্রচার করছেন।

গত ১১ জুন শুভেন্দু অধিকারী একটি ট্যুইট করে দাবি করেন, ২০১৮ সালে বিনয় মিশ্র ভারতের নাগরিকত্ব ছেড়ে দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নেন। তাঁর অভিযোগ, ২০২০ সালে বিনয় মিশ্রকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন ভারতের কোনও রাজনৈতিক দলে কী কোনও বিদেশি নাগরিক পদ পেতে পারেন? ট্যুইটে প্রশ্ন করেন শুভেন্দু।

আর এই ট্যুইটের জেরেই তাঁকে আইনি নোটিশ পাঠালেন বিনয় মিশ্র। সেই সঙ্গে তাঁর অভিযোগের একটি কপি লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ এবং আরেকটি কপি ট্যুইটারকে পাঠান। নোটিশের মাধ্যমে ট্যুইটার কর্তৃপক্ষের কাছে বিনয় মিশ্রের পক্ষ থেকে আবেদন করা হয় শুভেন্দু অধিকারীর ওই মিথ্যে ট্যুইট যেন অবিলম্বে ডিলিট করা হয়।

এদিকে সিবিআই সূত্রে দাবি, ২০২০ সালে দুবাইয়ে ভারতীয় দূতাবাসে ইন্ডিয়ান পাসপোর্ট সারেন্ডার করেন বিনয় মিশ্র। দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন বলে তিনি ভারতীয় নাগরিকত্ব ছাড়তে চান।

গরু ও কয়লা পাচার কাণ্ডে বিনয়ের নাম জড়ানোর পর থেকেই তিনি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে ওই দ্বীপ রাষ্ট্রে গিয়ে গা ঢাকা দিয়েছেন বলে সূত্রের দাবি। ইতিমধ্যেই সিবিআই বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করেছে বিনয় মিশ্রকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে।

আর এরমধ্যে রাজ্যের বিরোধী দলনেতাকে আইনি নোটিস পাঠানোর জেরে ফের একবার শাসক বিরোধী তরজা শুরু হয়েছে।

Comments are closed.