প্রয়াত হলেন অভিনেতা স্বাতীলেখা সেনগুপ্ত। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। বুধবার হঠাৎ নিজের বাড়িতে অসুস্থ বোধ করেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে যান একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় এই অভিনেতার।
নাট্য শিল্পী থেকে সিনেমার জগত সবজায়গায় সমান দক্ষতার সঙ্গে কাজ করেছেন স্বাতীলেখা সেনগুপ্ত। ১৯৭৮ সালে বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসেন তিনি। এরপর নান্দীকর নাট্যদলে যোগ দেন। রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নির্দেশনায় তিনি কাজ শুরু করেন। ১৯৭৫ সালে সত্যজিৎ রায় নির্দেশিত ঘরে বাইরে সিনেমায় সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন তিনি।
পরবর্তী কালে সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে বেলাশেষে ছবিতে তিনি অভিনয় করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সিনেমহলে।
২০১১ সালে ভারতীয় থিয়েটারে অভিনয়ের জন্য তিনি সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান। পশ্চিমবঙ্গ নাট্য অকেডেমি পুরস্কার-সহ বহু পুরস্কার পেয়েছেন তিনি। নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে বিয়ে করেছিলেন। তাঁদের একটি সন্তান রয়েছে সোহিনী সেনগুপ্ত। সোহিনীও অভিনয় জগতে কাজ করছেন।
Comments are closed.