Kolkata Rain: রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর, আগামী ২৪ ঘণ্টা চলবে বৃষ্টি

রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। একইসঙ্গে জলবদ্ধ রাজ্যের একাধিক জেলা।

রাতভর বৃষ্টির জেরে জলের তলায় শহরের উত্তর থেকে দক্ষিণের বিস্তীর্ণ এলাকা। সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিটে জল জমে যায়। জলবন্দি দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ, ঢাকুরিয়া, সেলিমপুর, যোধপুর পার্ক, কসবা। আলিপুর, বেহালাতেও জলবন্দি অনেক এলাকা। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিটও জলের তলায়। বিমানবন্দরেও জল জমে গিয়েছে। 

এখনই বৃষ্টি কমার কথা জানায়নি হাওয়া অফিস। বরং আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। 

আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত শহরে ভারী বৃষ্টি হয়েছে। বালিগঞ্জে ১৪৮ মিলিমিটার, কালীঘাটে ১৬৮ মিলিমিটার, বেহালায় ১৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তরের মানিকতলায় ৭৭ মিলিমিটার, উলটোডাঙ্গায় ৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণের মোমিনপুরে। সেখানে ১৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Comments are closed.