চলতি সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি। হতে পারে
বজ্রপাত। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সোমবার সারাদিন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। কিন্তু রাত থেকে শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই এই সপ্তাহজুড়ে চলবে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও সোমবার ভারী বৃষ্টি হয়েছে। আর সপ্তাহের বাকি দিনগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে।
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও এই জেলাগুলোয় বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
Comments are closed.