করোনার থাবা মাওবাদী শিবিরে, মৃত্যু মাও নেতা হরিভূষণ সহ ২ নেতানেত্রীর

এবার করোনার থাবা মাওবাদী শিবিরে। মাওবাদীদের তেলেঙ্গানা রাজ্য কমিটি সূত্রে খবর, করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে গুরুত্বপূর্ণ মাও নেতা হরিভূষণ ওরফে ইয়াপা নারায়ানার। রাজ্য কমিটির সিনিয়র নেত্রী সিদ্দাবইনা সারাক্কা ওরফে ভারতাক্কারও একই ভাবে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদী।

বস্তারের আইজি পি সুন্দররাজ সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, বৃহস্পতিবার মাওবাদীদের তেলেঙ্গানা রাজ্য কমিটির তরফ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে তাদের দুই শীর্ষ স্থানীয় নেতৃত্বের মৃত্যুর খবর প্রকাশ করেছে।

সিপিআই (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য হরিভূষণের মৃত্যু হয় ২১ জুন এবং তার একদিন পর ২২ জুন ইন্দ্রাবতী এরিয়া কমিটির সদস্য ভারতাক্কার মৃত্যু হয় কোভিডে।

মাও নেতা হরিভূষণের উপর ৪০ লক্ষ টাকা পুরষ্কার ঘোষিত ছিল। সূত্রের খবর, হরিভূষণ করোনা সংক্রমিত হওয়ার পর বস্তার এলাকার দক্ষিণ বিজাপুর এবং সুকমা অঞ্চলে ক্যাম্প করে ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

বস্তারের আইজি জানিয়েছেন, করোনা পর্বে এই প্রথম মাওবাদীরা সংক্রমণে মৃত্যুর কথা স্বীকার করল। এর আগেও করোনায় মাওবাদীদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পুলিশ কর্তা।

সেই সঙ্গ তিনি বলেন, পুলিশের কাছে খবর আছে People’s Liberation Guerilla Army (PLGA) এর এক নম্বর ব্যাটালিয়নে অনেকেই করোনা সংক্রমিত। কমান্ডার হিদমা সহ বিনোদ, সোনু, জাইমান, নান্দুর মত একাধিক শীর্ষ মাওবাদী নেতা করোনা সংক্রমিত বলে দাবি করেছেন সুন্দররাজ। স্থানীয়দের কাছে তাঁর আবেদন, করোনা পরিস্থিতিতে মাওবাদীদের ডাকা সভা সমিতিতে হাজির না হতে।

পুলিশ মনে করছে, করোনার কারণে মাও শিবিরে সংক্রমণ দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে মাওবাদীদের আত্মসমর্পণের জন্য চাপ বাড়ানোর পরিকল্পনা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে।

Comments are closed.