বাবুল-গড়ে ধাক্কা, তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির আসানসোলের জেলা সম্পাদক

রাজ্যের রাজনৈতিক মানচিত্রে গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি বলে পরিচিত আসানসোলে এবার ভাঙ্গন ধরাতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, আসানসোলে বিজেপির সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা তাঁর দলবল নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। বিজেপির জেলা সম্পাদক মদন মোহন চৌবে সহ বিজেপির একাধিক নেতা কর্মী শিবির পরিবর্তন করতে পারেন।

সংবাদমাধ্যমকে মদনমোহন নিজেই জানান, তিনি এবং তাঁর অনুগামীরা তৃণমূলে যাচ্ছেন। যদিও তৃণমূলের তরফে থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রসঙ্গে এখনও কিছু জানানো হিয়নি। তবে আসানসোলে রবীন্দ্রভবনে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে একটি যোগদান মেলার আয়োজন করা হয়েছে। জানা যাচ্ছে, ওই অনুষ্ঠানেই মন্ত্রীর হাত দিয়ে ঘাসফুল পতাকা তুলে নেবেন মদনমোহন চৌবেরা।

উল্লেখ্য, ২০১১ সালে আসানসোল উত্তর থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন মদনমোহন। কিন্তু সেবারে তিনি জিততে পারেননি। জিততে না পারলেও এলাকায় মাটি কামড়ে থেকে সংগঠনের কাজ করেছেন।

দলত্যাগ প্রসঙ্গে মদনমোহন জানান, সাম্প্রতিক সময়ে দলের শীর্ষ নেতৃত্বের কাজে তিনি আশাহত। তাঁর অভিযোগ, একুশের বিধানসভা ভোটে দলের পুরোনো কর্মীদের গুরুত্ব না দিয়ে এমন লোকজনকে টিকিট দেওয়া হয়েছে যার প্রভাব একুশের ফলাফলে স্পষ্ঠ। মদনমোহনের চাঞ্চল্যকর অভিযোগ, বিজেপি নিজের আদর্শ থেকে সরে গিয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব দুর্নীতির সঙ্গে জড়িয়ে। সেই সঙ্গে বলেন, কারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে তাও তিনি কয়েকদিন পরেই জানাবেন।

২০১৪ সালে আসানসোলে বাবুল সুপ্রিয়র জয়ের মধ্য দিয়েই কার্যত রাজ্যে বিজেপির উত্থানের সূচনা ঘটেছিল। ২০২৪ এর লোকসভা ভোটের আগে সেই খনি অঞ্চলেই বিজেপির এই ভাঙ্গন অত্যন্ত তাৎপর্যপূর্ন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Comments are closed.