ভুয়ো ভ্যাকসিন কাণ্ড থেকে শিক্ষা। শহরবাসীর জন্য একটি whatsapp নাম্বার চালু করল কলকাতা পৌরসভা। 8335999000 এই নাম্বারে whatsapp করে নিজের ওয়ার্ড নাম্বার জানালেই নিকটবর্তী টিকাকেন্দ্রের খোঁজ দেবে পৌরসভা।
বুধবার সাংবাদিক বৈঠক থেকে জানালেন, পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। প্রাক্তন মেয়র আরও জানান, প্রতিটি ভ্যাকসিনেশন সেন্টারের বাইরে covid vaccination centre code বা CVC নম্বর দেওয়া থাকবে। ভ্যাকসিন নিতে যাওয়ার সময় গ্রহীতারা CVC কোডটি পুরসভার whatsapp নাম্বারে পাঠালে ভ্যাকসিন ক্যাম্পের বিস্তারিত তথ্য জানতে পারবেন। এতে ভ্যাকসিন জালিয়াতি এড়ানো যাবে বলে জানান তিনি। নাগরিকদের কাছে আবেদন করেন, CVC নাম্বারবিহীন কোনও ভ্যাকসিন সেন্টার থেকে যেন কেউ ভ্যাকসিন না নেন।
কেন্দ্র পর্যাপ্ত ভ্যাকসিন পাঠাচ্ছে না বলেও অভিযোগ করেন রাজ্যের পরিবহনমন্ত্রী। বলেন, গুজরাট, উত্তরপ্রদেশ পর্যাপ্ত ভ্যাকসিন পেলেও বাংলা তা থেকে বঞ্চিত হচ্ছে। টিকার প্রথম ডোজ না থাকায় কয়েকদিন দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ড প্রকাশ্যে আসার পর তোলপাড় পড়ে গিয়েছিল শহরে। জাল আইএস অফিসার দেবাঞ্জনের সঙ্গে প্রাক্তন পুরো মন্ত্রীর ছবির প্রসঙ্গ তুলে বিরোধীরা সরকারের তীব্র সমালোচনা করেছে। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে করে জানিয়েছিলেন পুরসভা, পুলিশ প্রশাসন কসবা কাণ্ডের দায় এড়াতে পারেনা।
সবমিলিয়ে এই আবহে পুরসভার এধরনের ‘সাবধানী’ সিদ্ধান্ত নাগরিকদের ভ্যাকসিন সেন্টার নিয়ে বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।
Comments are closed.