শুক্রবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

বুধ, বৃহস্পতি দুদিনের বৃষ্টিতে শহরের বেশিরভাগ জায়গায় জল জমে ভোগান্তি। এরমধ্যে শুক্রবার ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

শেষ দুদিনের মতো ভারী বৃষ্টিপাত না হলেও, শুক্রে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে, জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা ছাড়াও রাজ্যের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণ চলবেই উত্তরবঙ্গে। আগামী ৭২ ঘণ্টা উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে।

বুধবার দুপুর থেকেই কলকাতায় আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। জল জমে যায় শহরের একাংশে। বৃহস্পতিবার দুপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়ায় চরম ভোগান্তির শিকার হয়েছিল মানুষ। এরপর ফের বৃষ্টির পূর্বাভাস।

Comments are closed.