আমূলের পথ ধরেই দাম বাড়ল মাদার ডেয়ারি দুধের  

আমূলের পথে এবার হাঁটল মাদার ডেয়ারি। রবিবার থেকে দাম বাড়ছে মাদার ডেয়ারি দুধের। লিটার প্রতি ২ টাকা করে দাম বাড়বে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। ২০১৯ সালে শেষ বার দাম বেড়েছিল মাদার ডেয়ারি দুধের।

রাজধানী দিল্লি, মুম্বই, কলকাতা সহ দেশের ১০০টির মতো শহরে দুধের ব্যবসা চালায় মাদার ডেয়ারি। এই দামবৃদ্ধির কারণ হিসেবে মাদার ডেয়েরি জানিয়েছে, গত ১৮ মাসে দুধ  চাষিদের কাছ থেকে কাঁচা দুধ কেনার খরচ বেড়েছ ৮ থেকে ১০ শতাংশ। কাঁচা দুধ কেনার পর প্রক্রিয়াজাত করার খরচ বেড়েছে। তাই সাধারণ মানুষের নাগালের মধ্যে দুধের দাম রাখতে লিটার পিছু ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু মনে করা হচ্ছে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে এই দামবৃদ্ধি।
রবিবার থেকে পলিপ্যাক দুধ লিটার প্রতি ৫৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫৭ টাকা। মাদার ডেয়েরি গরুর দুধের দাম প্রতি লিটারের দাম হচ্ছে ৪৯ টাকা। ডাবল টোনড মিল্ক প্রতি লিটারের দাম ৩৯ টাকা থেকে বেড়ে হচ্ছে ৪১ টাকা।

গত মাসেই আমূল দুধের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা। এরপর দাম বাড়ল মাদার ডেয়ারির।

Comments are closed.