একটানা বৃষ্টিতে হড়পা বান হিমাচল প্রদেশের ধর্মশালায়। হরপা বানের জেরে রাস্তা কার্যত নদীর চেহারা নিয়েছে। ভেসে গিয়েছে কয়েকটি গাড়ি। ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রচুর। কোথাও কোথাও বাড়িও ভেঙে পড়েছে। ম্যাকলিয়ডগঞ্জের জলের তোড়ে ভেসে গেছে কয়েকটি গাড়ি।
ধর্মশালার ভাগসুনাগ এলাকায় রাস্তার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। কোনটা রাস্তা আর কোনটা নদী বোঝা যাচ্ছে না। একটি ভিডিও প্রকাশ করেছেন মাউন্টেনার বিভু। তিনি সকলকে জানিয়েছেন এই বছর পাহাড়ে যেতে নিষেধ করেছেন। জানিয়েছেন, বর্ষার চেহারা মারাত্মক হতে পারেন যার ফলে ভূমিধ্বস আর বন্যার আশঙ্কা থেকে যাচ্ছে।
Dharamshala right now.
There seem to be two different cloud bursts between Bhagsu and Dharamshala.
If Covid was not enough, at least now don't go to the mountains. The Monsoon this year is expected to be worse which means more flash floods and landslides. Don't make it worse. pic.twitter.com/VRlxZKHpN9
— Vibhu (@VibhuGroverr) July 12, 2021
গত কয়েক দিন ধরেই হিমাচল প্রদেশে প্রবল বর্ষণ চলছে৷ সপ্তাহের শুরুর দিন হঠাৎই মেঘভাঙা বৃষ্টির জেরে ম্যাকলিয়ডগঞ্জের ভাগসুনাগসু নাগে হড়পা বান দেখা দেয়৷ প্রবল তোড়ে শহরের মধ্যে জল ঢুকতে শুরু করে৷
গাড়ি, বাড়ি ভেসে যেতে থাকে। যদিও এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি বলেই জানা গিয়েছে।
ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাধারণ মানুষের নিরাপত্তা কামনা করেছেন, পাশাপাশি সব পরিস্থিতিযে কেন্দ্র সাহায্য করবে, এই আশ্বাস দিয়েছেন।
ভাগসুনাগের পর্যটকদের নোনয় বিখ্যাত। এই পর্যটনকেন্দ্র নদীর রূপ নিয়েছে। আগামী কয়েকদিনও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির জেরে কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷
Comments are closed.