বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বাংলায় আরএসএস প্রচারক পদে বড়সড় রদবদল। বাংলার নতুন প্রচারক প্ৰধান হচ্ছেন রমাপদ পাল। এরআগে এই পদে ছিলেন প্রদীপ যোশী। বাংলার এই পদ থেকে তাঁকে সরিয়ে তাঁকে চণ্ডীগড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। জানা গেছে মুকুল রায়ের ঘনিষ্ঠ ছিলেন প্রদীপ যোশী। রমাপদ পাল দিলীপ ঘোষ ঘনিষ্ঠ। রমাপদ পালকে সাহায্য করবেন জলধর মাহাতো আর প্রশান্ত ভট্ট।
এর আগে আরএসএসের সহ ক্ষেত্র প্রচারকের দায়িত্বে ছিলেন রমাপদ পাল। এরপর তাঁকে ওড়িশায় সরিয়ে দেওয়া হয়। যখন দিলীপ ঘোষ আসানসোলের প্রচারকের দায়িত্বে ছিলেন ১৯৯৩ থেকে ৯৮ সাল পর্যন্ত তখন বর্ধমানের দায়িত্বে ছিলেন রমাপদ পাল। দক্ষিণবঙ্গে প্রান্ত প্রচারকের ভূমিকায় তাঁকে দেখা গেছে ৭ বছর।
গত পাঁচদিন ধরে মধ্যপ্রদেশের চিত্রকূটে বৈঠক করেছে আরএসএস শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকেই বাংলার আরএসএস পদে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গ থেকে জলধর মাহাতোকে করা হয়েছে সহক্ষেত্র প্রচারক। কলকাতায় আরএসএসের সমস্ত প্রচার অভিযানের দায়িত্বে থাকবেন মাহাতো। অন্যদিকে দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচারকের নতুন দায়িত্বে থাকা প্রশান্ত ভট্ট গুজরাটের বাসিন্দা। তিনি মোহন ভগবতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
Comments are closed.