বিজেপিকে হারাতে সকলকে একজোট হতে হবে। আমি লিডার নই, আমি ক্যাডার। তাই একসঙ্গে লড়াই করব। সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে এই কথা বললেন মমতা ব্যানার্জি।
সোনিয়ার গান্ধীর সঙ্গে পেগাসাস ছাড়াও কোভিড নিয়ে কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বৈঠক ইতিবাচক বলে জানান তৃণমূল নেত্রী। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্ৰী হওয়ার পর এই প্রথম কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করলেন মমতা ব্যানার্জি।
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধী জোটের কথা বলেছিলেন মমতা ব্যানার্জি। এরপরেই দিল্লি সফরে যান তিনি। দিল্লি সফরের তৃতীয় দিনে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর একই বার্তা দিলেন মমতা।
বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের আগে তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক করেন মমতা ব্যানার্জি। সেখানে ছিলেন অভিষেক ব্যানার্জিও। সেই বৈঠকেও বিজেপি বিরোধী জোট গড়ার বার্তা দেন তৃণমূল নেত্রী।
মঙ্গলবার প্রবীণ কংগ্রেস নেতা কমল এবং আনন্দ শর্মার সঙ্গেও কথা বলেন মমতা। মমতার সঙ্গে কথা সেরে কমল ও আনন্দ শর্মা জোট নিয়ে আশা প্রকাশ করেছিলেন। ২৪ এর লোকসভা ভোটের আগে জোট করা সম্ভব কি না, সেই নিয়ে কংগ্রেসের দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন বলেও জানানা কমল শৰ্মা।
Comments are closed.