বাসে ৫০ শতাংশের বেশি যাত্রী তুললেই অতিমারি আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বাস চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে। এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।
সাংবাদিকদের সামনে তিনি আরও জানান, অনেক বেসরকারি বাসের বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে। সেইসব বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীরা বেশি ভাড়ার টিকিট দেখিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেই সেই বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবহন মন্ত্রীর সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, অপ্রয়োজনে বাইরে বেরনোর দরকার নেই। পর্যাপ্ত পরিমাণে বাস চলছে। বাসে ভিড় দেখলে উঠবেন না।
জ্বালানির দাম বৃদ্ধির পর বাদ ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন বাস মালিকের। লকডাউন উঠে যাওয়ার পরেও রাস্তায় সেইভাবে বাসের দেখা মেলেনি। বাদ মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম। কিন্তু সেই বৈঠকেও ভাড়া বাড়ানোর পক্ষে সায় দেননি পরিবহনমন্ত্রী। এরপর রাস্তায় কিছু সংখ্যক বাসের দেখা মিললেও নিজেদের ইচ্ছা মতন বাড়া নিতে দেখা যায় তাদের। আর বাসগুলিতে উপচে পরা ভিড়ও লক্ষ্য করা যায়। এদিন ফিরহাদ হাকিমের কথায় নিয়ম অনুযায়ী বাসে ৫০% র বেশি যাত্রী তোলা যায়না। অতিরিক্ত যাত্রী তোলা হলে প্যানডেমিক আইনে সেই বাসের ড্রাইভার ও কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে বেসরকারি বাস সংগঠনগুলি জানিয়েছে, আগের ভাড়ায় ৫০ শতাংশ যাত্রী তুলে বাস চালানো সম্ভব নয়।
Comments are closed.