অবশেষে সোনা এল ভারতের ঝুলিতে। টোকিও অলিম্পিক্সে সোনা পেল ভারত।
জ্যাভলিন থ্রোয়ে সোনা পেলেন নীরজ চোপড়া। তিনিই হলেন অলিম্পিক্সের ইতিহাসে প্রথম কোনও ভারতীয় যিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্ট থেকে পদক এনে দিলেন দেশকে।
এরআগে ব্যক্তিগত ইভেন্টে ২০০৮ বেজিং অলিম্পিক্সে একটি সোনা শুটিংয়ে জিতেছিলেন অভিনব বিন্দ্রা। এরপর শনিবার সোনা জিতলেন নীরজ।
শনিবার জ্যাভলিনের শুরুতেই ৮৭.০৩ মিটার ছুড়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে যান নীরজ। দ্বিতীয়বার ছোড়েন ৮৭.৫৮ মিটার। এই খবর শোনা মাত্রই দেশজুড়ে উল্লাস শুরু হয়। অভিনন্দন জানান, রাষ্ট্রপতি, প্ৰধানমন্ত্রী থেকে শুরু করে সকল দেশবাসী।
Comments are closed.