পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কাতার 2022 বিশ্বকাপে পৌঁছেছে পর্তগাল

কাতার বিশ্বকাপে খেলবে রোনাল্ডোর পর্তুগাল। নর্থ ম্যাসেডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেল পর্তুগাল। জোড়া গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ। তবে FIFA World Cup Qatar 2022 হতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিনা সেই প্রশ্নে উত্তর দিলেন ফার্নান্ডেজ।

ম্যাচ শেষে ডবল গোলদাতা ব্রুনো ফার্নান্ডেজ পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোজের সুনাম করেন। তিনি আরও জানান, এটাই সম্ভবত রোনাল্ডোর শেষ বিশ্বকাপ হতে চলেছে। তাই বিশ্বকাপ জিততে মরিয়া তাঁর দল। ব্রুনো ফার্নান্ডেজ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুজনেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন এখন। ম্যাচের পর ইনস্টাগ্রামে রোনাল্ডো বলেন, আমরা কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। যেখানে থাকার যোগ্য আমরা সেখানেই আছি।

অন্যদিকে মঙ্গলবার খেলতে নামার আগে অবসর নিয়ে জল্পনা উড়িয়েছেন সিআরসেভেন। তিনি জানিয়েছেন, খেলা নিয়ে আমার ভবিষ্যত কী হবে তা একমাত্র ঠিক করব আমিই। আমার বিষয়ে অন্য কারোর ভাবার দরকার নেই। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এবারের বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কিনা। উত্তর দিতে গিয়ে পর্তুগাল তারকা জানান, পর্তুগালকে বাদি দিয়ে বিশ্বকাপ হয় না। মাঠে একা রোনাল্ডো খেলে না। গোটা একটা দল খেলে।

উল্লেখ্য, ৩৭ বছরের রোনাল্ডো ১০ তম বড় টুর্নামেন্টে খেলবেন। ২০০৪ সালে ইউরো থেকে বড় টুর্নামেন্ট খেলা শুরু করেছিলেন তিনি। ২০১৬ সালে ইউরো কাপ জিতেছিল তাঁর দল। এখনও অবধি চারটি বিশ্বকাপ এবং পাঁচটি ইউরো খেলেছেন সিআরসেভেন।

Comments are closed.