জেড প্লাস ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। বৃহস্পতিবার থেকেই ওই নিরাপত্তা পেয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর অধিকারী পরিবারের সকলের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার।
জানা গেছে, সৌমেন্দুর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৩০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পালা করে সৌমেন্দুকে নিরাপত্তা দেবেন তাঁরা। একটি বুলেট প্রুফ গাড়িও পাচ্ছেন সৌমেন্দু। বিধানসভা ভোটের পর একের পর এক বিজেপি নেতাদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাড়তে দেখা গিয়েছিল। কিন্তু সৌমেন্দু নিজেই এই নিরাপত্তা চেয়েছিলেন।
বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই কাঁথির পুর প্রশাসকের পদ থেকে সৌমেন্দু কে সরিয়ে দেয় রাজ্য সরকার। তারপরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমেন্দু অধিকারী।
অধিকারী গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁথির সাংসদ শিশির অধিকারী, প্রাক্তন তৃণমূল সাংসদ, বিধায়ক ও মন্ত্রী শুভেন্দু অধিকারী, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান ও প্রশাসক ছোট ছেলে সৌমেন্দু অধিকারী।
এদের মধ্যে শুভেন্দু এবং সৌমেন্দু বিজেপিতে যোগ দিলেও খাতায় কলমে বিজেপিতে যোগ দেননি কাঁথির সাংসদ শিশির অধিকারী।
Comments are closed.