দুয়ারে সরকার ক্যাম্পে হানা দিয়ে প্রতারককে হাতেনাতে পাকড়াও করলেন গৌতম দেব। তাকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।
শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প খোলা হয়েছে। শিউমঙ্গল মেমোরিয়াল হিন্দি হাইস্কুলে খোলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। এও ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য লম্বা লাইন পড়েছিল। সেই ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপের জন্য একটি যুবক টাকা নিচ্ছিল। ওই ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন শিলিগুড়ি পুরসভার পুরপ্রশাসক গৌতম দেব। দেখতে পেয়েই ওই প্রতারককে কলার ধরে ক্যাম্প থেকে বের করে আনেন তিনি।
এই প্রসঙ্গে গৌতম দেব বলেন, বৃষ্টিতে ভিজে ভিজেই একের পর এক দুয়ারে সরকার ক্যাম্পে ঘুরছি। এরমধ্যে এই ঘটনা দুর্ভাগ্যজনক। যুবকের বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছরের মহিলাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকবে। সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন ৫০০ টাকা। তফশিলি জাতি ও উপজাতি এবং আদিবাসী মহিলারা পাবেন প্রতি মাসে ১০০০ টাকা করে। কিন্তু সরকারি চাকুরিরতা এবং পেনশন প্রাপকরা এই পরিষেবা পাবেন না। দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভাণ্ডারের ফর্ম পাওয়া যাচ্ছে। সেপ্টেম্বর থেকেই টাকা ঢুকে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.