দেশের যে সমস্ত পরিবারের কোনও সদস্য আয়কর দেননা, এমন পরিবারগুলোকে প্রতি মাসে ৭,৫০০ টাকা করে দেওয়া হোক। কেন্দ্রীয় সরকারের কাছে একজোটে এই দাবি তুলুক বিরোধীরা। শুক্রবারের বিরোধী বৈঠকে প্রস্তাব দেন মমতা ব্যানার্জি।
মিশন ২০২৪ এর লক্ষ্যে এখন থেকেই একজোট হচ্ছে ব্যরোধী দলগুলো। রাজীব গান্ধীর জন্মদিনের দিন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীর ডাকে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন ১৯ টি দলের নেতৃত্ব। শুক্রবারের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, আয়করের আওতায় পড়ে না এমন পরিবারগুলোকে মাসে ৭,৫০০ টাকা করে দেওয়া হোক। সূত্রের খবর, এই বিষয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মডেল তুলে ধরেন। যে ভাবে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাজ শুরু হয়েছে। একই ধাঁচে কেন্দ্র দেশের পিছিয়ে পড়া পরিবারগুলোর ব্যাঙ্কে টাকা পাঠাক।
জানা গিয়েছে, তৃণমূল নেত্রীর এই প্রস্তাবে সব বিরোধী দল সমর্থন জানিয়েছে।
সেই সঙ্গে কোনওরকম বৈষম্য ছাড়া দেশের সব মানুষের জন্য করোনা টিকা, কৃষি আইন বাতিল, ইত্যাদি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে একযোগে আন্দোলনে নামার ডাক দেন তিনি। এছাড়াও পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, পেগাসাস নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়ানোর কথা বলেন মমতা ব্যানার্জি।
পর্যবেক্ষকদের একাংশের মতে, যেভাবে দেশের গরিব পরিবারগুলিকে তৃণমূল নেত্রী আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছেন, তা ২৪-এর লোকসভা নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে।
Comments are closed.