অসুস্থ সাধন পাণ্ডে, ক্রেতা সুরক্ষার দায়িত্বে সুব্রত মুখার্জি

রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে বেশ কিছু সময় ধরে অসুস্থ। তাই কাজকর্ম চালিয়ে নিয়ে যেতে বর্তমানে ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জিকে।

পঞ্চায়েত ছাড়াও পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকন্সট্রাকশন দফতরের দায়িত্বে রয়েছেন সুব্রত মুখার্জি। এবার একই সঙ্গে ক্রেতা সুরক্ষা দফতরও সামলাবেন তিনি। নবান্ন সূত্রে খবর, আপাতত দফতর বিহীন মন্ত্রী হিসেবেই থাকছেন প্রবীণ বিধায়ক সাধন পাণ্ডে।

গত মাসে একাধিক শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন সাধন পাণ্ডে। প্রবল কাশি, শ্বাসকষ্ট ছিল তাঁর। ডাক্তার জানান, তাঁর ফুসফুসে গভীর সংক্রমণ রয়েছে। মাঝে তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক হয়ে ওঠে। প্রবীণ এই রাজনীতিবিদ এখন কিছুটা সুস্থ রয়েছেন বলে খবর। যদিও চিকিৎসকরা বলেছেন, তাঁকে আপাতত বিশ্রামে থাকতে হবে।

উল্লেখ্য গত এপ্রিল মাসেও তিনি একবার অসুস্থ হন। সেই সময় তাঁর শরীরে করোনা সংক্রমণের লক্ষণ থাকায় তিনি হাসপাতালে ভর্তি হন। একদিন থেকেই হাসপাতাল থেকে ফিরে আসেন। তাঁর করোনা রিপোর্টও নেগেটিভ আসে।

Comments are closed.