বুধবার নারদ কাণ্ডে চার্জশিট পেশ করেছে ইডি। চার্জশিটে নাম রয়েছে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি সহ আইপিএস এসএমএইচ মির্জা। চার্জশিট পেশের ঘটনায় এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপিকে তুলধনা করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
বুধবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সভার প্রাক্তন সাংসদ বার বার প্রশ্ন তোলেন কেন ইডির চার্জশিটে শুভেন্দু অধিকারীর নাম নেই। এফআইআরে নাম থাকলেও কেন চার্জশিটে শুভেন্দুর নাম থাকলো না, জানতে চান কুণাল। এদিন ফের একবার তিনি অভিযোগ করেন, গ্রেফতারি এড়াতেই শুভেন্দু বিজেপিতে গিয়েছেন।
নন্দীগ্রামের বিধায়ককে তীব্র আক্রমণ শানিয়ে কুণাল বলেন, নারদায় ক্যামেরার সামনে টাকা নিতে গিয়েছে শুভেন্দুকে। নারদায় চার্জশিট পেশের পাশাপাশি সারদা মামলায় শুভেন্দু অধিকারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তোলেন তিনি।
অভিষেক ব্যানার্জি এবং তাঁর স্ত্রীকে ইডির নোটিস প্রসঙ্গে কুণাল বলেন, ত্রিপুরায় বিজেপি টলোমলো, বাংলাতেও হেরেছে। রাজনৈতিক ভাবে না পেরে অভিষেক এবং তাঁর পরিবারকে তদন্তকারী সংস্থা দিয়ে হেনস্থা করছে বিজেপি।
কুণালের এদিন চাঞ্চল্যকর দাবি, শুধু মাত্র রাজনৈতিক কুৎসা ছড়াতেই দু’জন সুদীপ্ত সেনকে ব্যবহার করেছে ইডি। একজন সরদার মালিক। অন্যজনের সঙ্গে সরদার কোনও সম্পর্ক নেই। যদিও এই বিষয়ে নিয়ে খোলসা করে কিছু বলেননি তৃণমূল নেতা।
Comments are closed.