কলকাতা সহ রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক। গুণমানের দিক থেকে দেশের প্রথম দশটি বিশ্ববিদ্যালয়ের তালিকায় উঠে এলো কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি।
বৃহস্পতিবার ন্যাশনাল ইনস্টিটিউট রাঙ্কিং-এর ফ্রেমওয়ার্কের তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। NIRF-এর তালিকা অনুযায়ী দেশের সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা ইউনিভার্সিটি চতুর্থ স্থান পেয়েছে। গত বছর এই তালিকায় কলকাতা ইনিভার্সটির ছিল ১০ নম্বরে, যাদবপুর স্থান ছিল একাদশে। এবার সেখান থেকে আট নম্বরে উঠে এসেছে যাদবপুর। তবে রাজ্যে প্রথম কোনও বিশ্ববিদ্যালয় সেরার তালিকায় চতুর্থ স্থান পেল। একই সঙ্গে রাজ্যের সেরা ইউনিভার্সিটির তকমা পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যায়লয়।
NIRF-এর প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইটি খড়্গপুর ষষ্ঠ স্থান পেয়েছে। এছাড়াও দেশের সেরা ১০ টি কলেজের মধ্যেও রাজ্যের দুটি কলেজ জায়গা করে নিয়েছে। দেশের সেরা কলেজগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং পঞ্চম স্থানে রয়েছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।
উল্লেখ্য দেশের সেরা বিশ্ববিদ্যালয়য়ের তকমা পেয়েছে ব্যাঙ্গলোরের ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স এবং সেরা কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে দিল্লির মিরান্ডা কলেজ।
Comments are closed.