গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রূপানি। শনিবার গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।
সাংবাদিকদের সামনে রূপানি জানান, বিজেপি নেতাদের অনেক ধন্যবাদ আমাকে রাজ্য পরিচালনার সুযোগ করে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটে অনেক উন্নয়ন করার সুযোগ পেয়েছি। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নেতৃত্বে ভবিষ্যতে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এর আগে ২০১৬ সালের অগাস্ট মাসে ইস্তফা দিয়েছিলেন আনন্দীবেন পটেল। মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন রূপাণী। তাঁর নেতৃত্বেই ২০১৭ সালে বিধানসভা ভোটে জয়ী হয়েছিল বিজেপি।
এদিন রূপানি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে সব ধরণের কর্তব্য পালন করেছি। সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়। এবার নতুন কেউ দায়িত্ব নেবেন।
Comments are closed.