আমার জন্য দিগন্ত খুলে গেল, এখানে মন খুলে কাজ করতে পারব, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন বাবুল
তৃণমূলে যোগদানের পর প্রথম দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। সোমবার দলনেত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত বাবুল জানান, দিদির সঙ্গে কথা বলে আমি খুশি। সেই সঙ্গে সুযোগ দেওয়ার জন্য অভিষেক ব্যানার্জিকেও তিনি কৃতজ্ঞতা জানান।
নির্ধারিত কর্মসূচি মেনে সোমবার বাবুল সুপ্রিয় নবান্নে যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাঁর সঙ্গে ছিলেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান। তৃণমূল নেত্রীর সঙ্গে বাবুলের কী কথা হয় সেদিকে আগ্রহ ছিল রাজনৈতিক মহলের। বাবুলকে তৃণমূলে কী দায়িত্ব দেওয়া হবে তা নিয়েও নানান আলোচনা চলছিল ওয়াকিবহাল মহলে।
বাবুল এদিন বলেন, নতুন দলে তাঁর কী ভূমিকা হবে, তা মমতা ব্যানার্জি ঠিক করে দেবেন। সেই সঙ্গে তিনি এও দাবি করেন, দিদি ও অভিষেকের উষ্ণ অভ্যর্থনা পেয়ে বুঝতে পেরেছি এখানে আমি মন খুলে কাজ করতে পারব।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মানেই ঝালমুড়ি প্রসঙ্গ আসা অবধারিত। এদিন এনিয়ে কথা বলতে গিয়ে আসানসোলের সাংসদ বলেন, এখন মুড়িতে ইউরিয়া মেশানো হচ্ছে, দিদি বলেছে ইউরিয়া মেশানো মুড়ি না খেতে। মোটা হয়ে যেতে পারি। সেই সঙ্গে এদিন তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী তাঁর বাবার জন্য একটি বই উপহার দিয়েছেন।
গান নিয়েও বেশ কিছুক্ষন কথা হয়েছে বলে জানান। সদ্য প্রাক্তন বিজেপি নেতার তাৎপর্যপূর্ণ মন্তব্য, মমতা দি যে গান গাইতে বলবেন, তাই গাইব।
Comments are closed.