১২ বছর পর চালু হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসুর পেনশন। পেনশনের কাগজ হাতে পেয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানান ইরা বসু। তাঁদের জন্যই দ্রুত পেনশন চালু হল বলে জানিয়েছেন ইরা বসু। বুধবার খড়দায় গিয়ে প্রিয়নাথ গার্লস হাইস্কুলের জীবন বিজ্ঞানের প্রাক্তন শিক্ষিকা ইরা বসুর হাতে পেনশনের নথি তুলে দেন ডিআই। তিনি সাংবাদিকদের সামনে আরও জানান, খুশির দিনে আমি পুরনো কোনও তিক্ততা মনে রাখতে চাই না। ভবিষ্যতে আবার শিক্ষকতা করার ইচ্ছে রয়েছে বলে জানান তিনি।
কয়েকদিন আগেই ডানলপের কাছে ফুটপাথে জীর্ন অবস্থায় দেখা যায় ইরা বসুকে। খবর প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন ওঠে একজন প্রাক্তন স্কুল শিক্ষিকার এই হাল নিয়ে। রাজ্য সরকারের তৎপরতায় ইরা বসুর স্থান হয় লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালে। কিন্তু সেখান থেকে চলে আসেন তিনি। খড়দহের বাড়ি থেকে তিনি তখনই জানিয়েছিলেন, হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিষেক ব্যানার্জির পাঠানো লোকের সঙ্গে তাঁর দেখা হয়েছে। পেনশন সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি জানালেন, হুমকির কারণেই সল্টলেকের বাড়িতে তিনি থাকতে পারেননি। কে হুমকি দেয়, তার উত্তর দেননি ইরা দেবী।
মঙ্গলবার, অর্থ দফতর তাঁর প্রাপ্য পেনশন ও গ্র্যাচুইটির টাকা দেওয়ার অনুমোদন দেয়।
Comments are closed.