পুজোর দিনগুলিতে জারি থাকছে না নাইট কারফিউ। রাতে প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারবেন সাধারণ মানুষ। নবান্ন থেকে জারি হয়েছে এমন নির্দেশিকা। সেই নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে, দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত শিথিল করা হচ্ছে নাইট কারফিউ।
কিন্তু বাকি দিনগুলিতে জারি থাকবে নির্দেশিকা। এই ঘোষণায় খুশি পুজো উদ্যোক্তারা।
এই মাসের শুরুতেই পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেইসময় তিনি বলেছিলেন, ভোট মিটলেই অবস্থা বুঝে সিদ্ধান্তের কথা জানানো হবে। সেইমত বৃহস্পতিবার নবান্ন থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, পুজোর কটাদিন নাইট কারফিউ শিথিল করা হচ্ছে।
পুজোর সময় করোনার তৃতীয় ঢেউ নিয়ে অনেকের ভয় ছিল। এরমধ্যে শুরু হয় নিম্নচাপ। তাই পুজো প্রস্তুতি চলছিল ঢিমেতালে। বৃহস্পতিবারই নবান্নের এই ঘোষণায় খুশি দর্শনার্থীরা ও পুজো উদ্যোক্তারা।
Comments are closed.