না জানিয়ে জল ছাড়া পাপ, কেন্দ্রের প্রতি ক্ষোভ মমতা ব্যানার্জির, শনিবার প্লাবিত এলাকা পরিদর্শন করবেন

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, আসানসোল, হুগলি ও হাওড়ার কিছু জায়গায় পরিস্থিতি খুব খারাপ। এই পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার রাজ্যের প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করতে যাওয়ার ঘোষণা করেন তিনি।

একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান, না জানিয়েই জল ছাড়া হচ্ছে। তিনি বলেন, ‘এটি ম্যান মেড বন্যা।’ না জানিয়ে ব্যারাজ থেকে জল ছাড়া পাপ বলেন মমতা।

শুক্রবার জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। মাইথন থেকে জল ছাড়া হচ্ছে ৮০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
রাজ্যে দুর্গাপুর, আসানসোল, ঘাটাল, পূর্ব বর্ধমান, বাঁকুড়া সহ একাধিক এলাকা প্লাবিত হয়েছে।
কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, অনেকবার বলেছি এভাবে জল ছাড়বে না। না জানিয়ে রাত ৩ টে নাগাদ জল ছেড়ে দিলে ঘুমন্ত মানুষ এমনিতেই ভেসে যাবে।

এই বছর আসানসোল-দুর্গাপুরের বহু এলাকা প্লাবিত হয়েছে। আসানসোল, রাণীগঞ্জের একাধিক এলাকা প্লাবিত। পুজোর মুখে সংকটে রয়েছে বহু মানুষ। কিন্তু দুর্গতদের পাশে থাকছে রাজ্য।

Comments are closed.