দশভুজারূপে পুজো করা হচ্ছে মমতা ব্যানার্জিকে, হাতে নেই কোনও অস্ত্র, আছে কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী

মা দুর্গার জায়গায় স্থান পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দশভুজা মমতা ব্যানার্জির হাতে নেই কোনও অস্ত্র। সেখানে আছে কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রীর মতন সরকারি প্রকল্পের নাম। মালদার হরিশ্চন্দ্রপুরে এই থিমেই হচ্ছে দুর্গাপুজো। যা দেখতে ভিড় জমিয়েছেন দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ।

হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামে এই পুজোর উদ্যোক্তা তৃণমূল কর্মীরা। এখানে দলনেত্রীর অন্য মূর্তিও রয়েছে। ভোটের আগে হুইল চেয়ারে বসা মমতার রূপও ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে ত্রিপুরায় খেলা হবের বার্তাও। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খানের নেতৃত্বে হচ্ছে এই পুজো। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রেশনে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়া থেকে শুরু করে কন্যাশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষীর ভাণ্ডার সন প্রকল্প বাস্তবায়িত করেছেন তিনি।

Comments are closed.