দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদী টুইটারে লেখেন, বিজয়া দশমীর শুভেচ্ছা সকলকে।
विजयादशमी के पावन अवसर पर आप सभी को अनंत शुभकामनाएं।
Greetings to everyone on the special occasion of Vijaya Dashami.
— Narendra Modi (@narendramodi) October 15, 2021
রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটারে তিনি লেখেন, মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুন্ন থাকুক সম্প্রীতির সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
মা গো তুমি আবার এসো আলোর খবর নিয়ে,
শান্তি-সম্প্রীতি-ঐক্য বাঁচুক বাংলার হৃদয়ে।মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুণ্ণ থাকুক সম্প্রীতির সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
— Mamata Banerjee (@MamataOfficial) October 15, 2021
বিজয়া দশমীর দিন প্রধানমন্ত্রী ফোনে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুভেন্দুকে বিজয় দশমী ও দশেরার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। টুইট করে একথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী নিজেই।
Comments are closed.