পুজোর পর রাজ্যে উর্দ্ধমুখী কোভিডগ্রাফ, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল KMC

পুজোর মধ্যেই বেড়ে গিয়েছে করোনা সংক্রমিতের সংখ্যা। আর একারণেই তৎপর কলকাতা পুরসভা। বাতিল করা হয়েছে সব স্বাস্থ্যকর্মীদের ছুটি। সোমবার কলকাতা পুরসভার তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে ছুটি বাতিলের কথা বলা হয়েছে। মঙ্গলবার থেকেই কাজে যোগ দেবেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা।

এর আগে কলকাতা পুরসভার তরফ থেকে একটি নোটিশ জারি করে বলা হয়েছিল দুর্গা পুজো এবং কালী পুজো মিলিয়ে মোট ২০ দিনের ছুটি পাবেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। কিন্তু পুজোর ভিড়ে রাজ্যে কোভিড গ্রাফ উর্ধ্বমুখী। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার কলকাতা পুরসভা আরও একটি নোটিশ জারি করে জানিয়েছে, সব ছুটি বাতিল। মঙ্গলবার থেকেই কাজে যোগ দিতে হবে কলকাতা পৌরসভার স্বাস্থ্যকর্মীদের।

Comments are closed.