মমতা ব্যানার্জি সরকারে দুয়ারে সরকার সাফল্য পেয়েছে। উপকৃত হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। আর এবার পুজো শেষ হয়ে যাওয়ার পর দুয়ারে সিঁদুর খেলা কর্মসূচি নিয়েছে তৃণমূল। তৃণমূলের মহিলা সংগঠনের কর্মীরা জনসংযোগ বাড়াতে বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন।
বাড়ি বাড়ি গিয়ে শুভ বিজয়া সারছেন। মিষ্টি খাইয়ে দিচ্ছেন। আর মহিলাদের পরিয়ে দিচ্ছেন সিঁদুর। এই দুয়ারে সিঁদুর কর্মসূচির মাধ্যমে বাড়ির মহিলাদের কোনও সমস্যা আছে কিনা জেনে নিচ্ছেন তৃণমূলের মহিলা সংগঠনের সদস্যরা। কীভাবে সমস্যার সমাধান হবে,তা জানিয়ে দিচ্ছেন তাঁরা। কালীপুজো পর্যন্ত দুয়ারে সিঁদুর খেলা কর্মসূচি পালন করবে তৃণমূল।
উল্লেখ্য, মানুষকে সরকারে কাছে ছুটে যেতে হবে না, সরকার মানুষের দুয়ারে উপস্থিত থেকে সবরকমের সরকারি সুবিধা প্রদান করে মানুষকে। একুশের নির্বাচনে দুয়ারে সরকারের প্রভাব পড়েছে। তৃতীয়বার ক্ষমতায় আসার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের জন্য লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন। সেইমত লক্ষীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন মহিলারা। এর আগেও দুয়ারে সরকারের মাধ্যমে বাড়ির মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন শাসক দল তৃণমূল। যেখানে ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা দেওয়া হয়।
Comments are closed.