কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। ২৮ শতাংশ থেকে ডিএ বেড়ে হল ৩১ শতাংশ। একই হারে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা পাবেন পেনশনভোগীরাও। ১ জুলাই থেকে নতুন ডিএ কার্যকর হবে। নিয়ম অনুযায়ী প্রতি বছর দুইবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কথা। কিন্তু কোভিডের কারণে ২০২০ থেকে বন্ধ হয়েছিল ডিএ। এই ঘোষণায় উপকৃত হবেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী।
Comments are closed.