২০২২ গোয়ার বিধানসভা নির্বাচন। আর তার আগেই ত্রিপুরার মতো গোয়াতেও পায়ের তলায় মাটি মজবুত করতে মরিয়া তৃণমূল। ২৮ অক্টোবর সেই উদ্দেশ্যেই গোয়া যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। গোয়া সফরের প্রস্তুতির কথা জানিয়ে মমতা এদিন জোড়া ট্যুইটে আক্রমণ শানিয়েছেন গেরুয়া শিবিরকে।
শনিবার ট্যুইটে মুখ্যমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর আমি গোয়া সফরের জন্য প্রস্তুত হচ্ছি। তার আগে বিজেপির বিভাজনের নীতিকে পরাস্ত করতে পারে এমন সমস্ত ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দলগুলিকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। গোয়ার বিজেপি সরকারকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ১০ বছর গোয়ার মানুষ যথেষ্ট ভোগান্তির শিকার হয়েছেন।
তারপরেই দ্বিতীয় ট্যুইটে মমতা দাবি করেন, আমরা একত্রিত হয়ে এক নতুন সরকার গড়ে তুলব। যা জনগণের সরকার হবে। গোয়ার মানুষকে দেওয়া সমস্ত প্ৰতিশ্রুতি পূরণে দায়বদ্ধ থাকবে।
Together, we will usher in a new dawn for Goa by forming a new govt that will truly be a govt of the people of Goa and committed to realising their aspirations! #GoenchiNaviSakal (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2021
গোয়ায় ইতিমধ্যেই ডেরেক ও’ব্রায়ান, প্রসূন ব্যানার্জি সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা গিয়ে স্থানীয় দলগুলির সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরেছেন। প্রসূন ব্যানার্জিদের উপস্থিতিতে কয়েকজন প্রাক্তন ফুটবলার তৃণমূলে যোগ দিয়েছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফরেও তাঁর উপস্থিতিতে কয়েকজন বিশিষ্ঠ ব্যক্তি তৃণমূলে যোগ দেবেন।
উল্লেখ্য, গোয়ার দু’বারের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক লিউজিনহো ফলেইরো তৃণমূলে যোগ দিয়েছেন। সম্প্রতি তাঁকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। সবমিলিয়ে বিধানসভা ভোটের আগে তৃণমূল সুপ্রিমোর এই গোয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
Comments are closed.