স্কুল খোলার পর থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ৫৫৬ জন পড়ুয়া কোভিড সংক্রমিত। এদের মধ্যে মৃত ১ জন পড়ুয়া। চিন্তার ভাঁজ হিমাচল প্রদেশ সরকারের। গত ২৭ অক্টোবর সেই রাজ্যে খুলেছে সব স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্লাস শুরু হয়েছে।
কিন্তু এরপরেই দেখা যায় কোভিড সংক্রমিত হয়ে পড়েছেন একাধিক পড়ুয়া। হিমাচলের হমিরপুর জেলায় কোভিড সংক্রমিত মোট ১৯৬ জন পড়ুয়া। কাঙরা জেলায় সংক্রমিতের সংখ্যা ১৭৩। উনাতে সংক্রমিত হয়েছে ১০৪ জন। হামিরপুরে জেলায় মৃত্যু হয়েছে ১৩ বছরের এক ছাত্রীর।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র রাজ্যের সকল অধিবাসী, বিশেষত পড়ুয়াদের সব রকমের কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, অনেক রাজ্যের স্কুল-কলেজ খুলে গেলেও এখনও বন্ধ বাংলার স্কুল ও কলেজ। কিন্তু সোমবার মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ১৬ নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল এবং কলেজ খোলা হবে।
Comments are closed.