অ্যাঞ্জিওপ্লাস্টি করা হল মন্ত্রী সুব্রত মুখার্জির। সোমবার অ্যাঞ্জিওপ্লাস্টি করে বর্ষীয়ান এই মন্ত্রীর হৃদপিণ্ডে দুটি স্টেন বসানো হয়। এই মুহূর্তে ভালো আছেন সুব্রত মুখার্জি। রাতেই ফোন করে মন্ত্রীর খবর নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
গত ২৪ অক্টোবর আচমকা বুকে ব্যাথা নিয়ে এসএসকেএমে ভর্তি হন রাজ্যের এই মন্ত্রী। তাঁর চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিক্য়াল বোর্ড গঠন করা হয়। গত সপ্তাহে তাঁর অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই পরীক্ষায় হৃদপিণ্ডে ধমনীতে ব্লকেজ ধরা পরে। এরপরেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সোমবার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই নিয়মিত মন্ত্রীর খোঁজ নিয়েছেন মমতা ব্যানার্জি। হাসপাতাল সূত্রে খবর খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবেন মন্ত্রী সুব্রত মুখার্জি।
Comments are closed.