বিচারের অপেক্ষায় গোটা দেশ; মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় শোক প্রকাশ করে ট্যুইট মুখ্যমন্ত্রীর

মণিপুরে আসাম রাইফেলের কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় শোক প্রকাশ করে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ট্যুইটে তিনি লেখেন, মণিপুরে ৪৬ আসাম রাইফেলের কনভয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাই। কমান্ডিং অফিসার সহ তাঁর পরিবার এবং পাঁচ জওয়ানের নিহত হওয়ার খবরে আমি গভীরভাবে বেদনাহত।

তিনি আরও লেখেন, নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। গোটা দেশ এই ঘটনার বিচারের অপেক্ষায় রয়েছে, ট্যুইটে লেখেন তৃণমূল নেত্রী।

শনিবার সকাল ১০ টায় মণিপুরে আসাম রাইফেলের কনভয়ে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। জানা গিয়েছে, হামলার সময় কনভয়ে ছিলেন ৪৬ নম্বর আসাম রাইফেলের কামান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠি এবং তাঁর স্ত্রী ও আট বছরের পুত্র সন্তান। হামলায় তিন জনেই নিহত হয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও সাতজন জওয়ান নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মণিপুরের চুরাচাঁদপুর জেলার সিংঘাট সাবডিভিশন অঞ্চল দিয়ে কনভয় যাওয়ার সময় হামলা চালায় জঙ্গিরা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই গভীর জঙ্গলে আত্মগোপন করে ছিল হামলাকারীরা। হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে এসে এলোপাথাড়ি গুলি চালায়। পালটা প্রত্যঘাত হানার আগেই গভীর জঙ্গলে গা ঢাকা দেয় জঙ্গিদের দলটি। ঘটনার জেরে চিন, মায়ানমার, বাংলাদেশ এবং ভুটান সীমান্তে নিরপত্তা বাড়ানো হয়েছে। হামলাকারীদের খোঁজে চিরুনী তল্লাশি চালাচ্ছে সেনা।

ঘটনার তীব্র নিন্দা করে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং মণিপুরের মুখ্যমন্ত্রীও ট্যুইট করেছেন।

Comments are closed.