BSF’র এক্তিয়ার বাড়ানোর বিরোধী প্রস্তাব পাশ বিধানসভায়; পেছনের দরজা দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছে কেন্দ্র, কটাক্ষ পার্থ চ্যাটার্জির  

মঙ্গলবার বিএসএফ এক্তিয়ার বাড়ানোর বিরোধী প্রস্তাব পাশ হল বিধানসভায়। জানা গিয়েছে, প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১১২ টি এবং বিপক্ষে ভোট দিয়েছেন ৬৩ জন। এদিন প্রস্তাব পেশ শেষে সাংবাদিক বৈঠক করেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। বিএসএফ-র এক্তিয়ার বাড়ানো নিয়ে ফের এদিন কেন্দ্রকে তোপ দেগেছেন তিনি। তৃণমূল মহাসচিবের চাঞ্চল্যকর অভিযোগ, বিএসএফ-র এক্তিয়ার বাড়ানোর মধ্যে দিয়ে পেছনের দরজা দিয়ে রাজ্যে কেন্দ্রীয় শাসন কায়েম করতে চাইছে মোদী সরকার। 

সাংবাদিক বৈঠকে পার্থ চ্যাটার্জি দাবি করেন, বর্ডার সিকিউরিটি ফোর্সের এক্তিয়ার ১৫কিমি থেকে ৫০কিমি বাড়ানো হলে, রাজ্যের ৩৭% জায়গা কেন্দ্রের নিয়ন্ত্রণে চলে যাবে। অর্থাৎ, ঘুর পথে কেন্দ্রীয় শাসন কয়েম করার চেষ্টা করা হচ্ছে। রাজ্য পুলিশে এক্তিয়ারও খর্ব হচ্ছে। 

উল্লেখ্য, কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্তকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং অসমে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজের সীমানা ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করা হবে। বিবৃতি প্রকাশের পরেই পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্রমন্তকের প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। ইতিমধ্যেই পাঞ্জাব বিধানসভায় বিএসএফ-র এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ হয়েছে। এবার একই পথে হেঁটে বিএসএফ-র কাজের পরিসর বৃদ্ধির বিরোধতা করে পশ্চিবঙ্গ বিধাসভায় প্রস্তাব পাশ হল।   

 

Comments are closed.