প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি দিল কাশ্মীর আইএসআইএস। দিল্লি পুলিশের কাছে এই মর্মে অভিযোগ দায়ের করেছেন গৌতম গম্ভীর। অভিযোগ পত্রে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে কাশ্মীরের মেইল আইডি থেকে মেইল করে তাঁকে এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এরপরেই দিল্লি পুলিশ ওই মেইল আইডি ট্র্যাক করেছে। তদন্ত শুরু হয়েছে।
তাঁর রাজেন্দ্র নগরের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ২০১৮ সালে ক্রিকেট থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগ দেন গৌতম গম্ভীর। ২০১৯ সালে পূর্ব দিল্লি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি। সম্প্রতি কাশ্মীরের ঘটনা নিয়ে উত্তপ্ত সীমান্ত। আর এইসময় বিজেপি সাংসদকে খুনের হুমকি নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। যদিও এই প্রথম নয় এর আগেও খুনের হুমকি পেয়েছিলেন গৌতম গম্ভীর। ২০১৯ সালে আন্তর্জাতিক একটি নম্বর থেকে হুমকি চিঠি পেয়েছিলেন গম্ভীর বলে অভিযোগ। মঙ্গলবারের চিঠি নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি আইএসআইএসের।
Comments are closed.