হায়দারাবাদে ২ আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ, সতর্ক করা হল সব রাজ্যকে

রবিবার হায়দরাবাদ থেকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) র সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ধৃত দু’জনের নাম মহম্মদ আবদুল্লা বাসিত (২৪) এবং মহম্মদ আবদুল কাদির (১৯)। দুজনেরই বাড়ি হায়দরাবাদে। জানা গেছে, ধৃত দু’জন আইএসআইএস-এর নির্দেশে এদেশে জঙ্গি নাশকতা চালানোর ছক কষছিল। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এদিন এনআইএ’র তরফে অভিযান চালিয়ে এদের ধরা হয়। জানা গেছে, দু’বছর আগে মহারাষ্ট্র থেকে আইএসআইএস জঙ্গি সন্দেহে যে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের সঙ্গে যোগ আছে ধৃত এই দুই যুবকের। স্বাধীনতা দিবসের ঠিক আগে দেশজুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। তারই মধ্যে হায়দরাবাদ থেকে ২ আইএসআইএস জঙ্গির গ্রেফতারের খবর বিশেষ তাৎপর্যপূর্ণ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে এনআইএ। গত ৬ ই অগাস্ট হায়দরাবাদের প্রায় সাতটি জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছেন এনআইএ গোয়েন্দারা। সেই সূত্র ধরেই জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ সূত্র মিলবে বলে গোয়েন্দাদের আশা। স্বাধীনতা দিবসের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রের তরফে সতর্ক করা হয়েছে সব রাজ্যকে।

Leave A Reply

Your email address will not be published.