সম্ভবনা সত্যি হল। ১৯ ডিসেম্বরই হচ্ছে কলকাতার পুর নিবার্চন। ফল প্রকাশ ২১ ডিসেম্বর। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। যদিও এখনই হচ্ছে না হাওড়ার ভোট। বালি পুরসভাকে হাওড়ার থেকে আলাদা করার বিলে সই করেননি রাজ্যপাল। যার জেরে জটিলতা তৈরি হওয়ায় এখনই হাওড়ার ভোট ঘোষণা করছে না কমিশন।
কমিশনের বিজ্ঞপ্তি মোতাবেক, বৃহস্পতিবার থেকেই কলকাতা কর্পোরেশনের ১৪৪ ওয়ার্ডের প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা দিতে পারবেন। সেই সঙ্গে এদিন থেকেই কলকাতায় আদর্শ আচরণ বিধি লাগু হচ্ছে। জানা গিয়েছে, এদিন দুপুর ১২ টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ভোট সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানাবেন কমিশনের কর্তারা।
কলকাতার পুরভোট হলেও হাওড়ার নির্বাচন নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। যার জেরে এখনই হাওড়ার ভোট ঘোষণা করছে না নির্বাচন কমিশন। নবান্ন সূত্রে খবর, হাওড়া থেকে বালি আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সংক্রান্ত বিল রাজ্যপালকে পাঠানো হলেও তিনি তাতে সই করেননি। উপরন্তু রাজ্যের কাছে আরও তথ্য চেয়ে বিল ফেরত পাঠিয়াছেন ধনখড়। ফলে হাওড়ার নির্বাচন নিয়ে রাজ্যও কমিশনকে কোনও বিজ্ঞপ্তি পাঠাতে পারেনি। যার জেরে কমিশনের এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, বুধবারই হাওড়া ও কলকাতার পুরভোট নিয়ে বিজেপির করা মামলার কলকাতা হাইকোর্টে শুনানি ছিল। কিন্তু এদিন শুনানি না হওয়ায় দুই পুসভার ভোট নিয়েই অনশ্চিয়তা দেখা যায়। বুধবারের শুনানি শেষে হাওড়াকে বাদ দিয়ে শুধু কলকাতার ভোট করানো যায় কিনা, তা নিয়ে আইনি পরমার্শ নেয় কমিশনের কর্তারা। জানা গিয়েছে, ভোট ঘোষণায় কোনও বাধা দেয়নি হাইকোর্ট। যার ফলে জল্পনা সত্যি করে হাওড়াকে বাদ দিয়ে শুধু কলকাতার ভোট ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন।
Comments are closed.