২৬/১১ মুম্বই হামলার ১৩ বছর, শ্রদ্ধাজ্ঞাপণ বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকের

‘কখনই ভুলবনা’। শুক্রবার সকালে ২৬/১১ দিনকে এইভাবেই স্মরণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২০০৮ সালে ২৬ নভেম্বরের রাত থেকে পরবর্তী চার দিন বাণিজ্যনগরী মুম্বইতে রক্তগঙ্গা বয়ে গিয়েছিল। পাকিস্তানি সশস্ত্র জঙ্গিরা আরব সাগর পেরিয়ে ঢুকে পড়েছিল মুম্বইয়ে। প্রথমে তাজ হোটেলে হামলা চালায়। তারপর তারা লিওপোল্ড কাফে, নরিম্যান হাইস, ছত্রপতি শিবাজী বাস টার্মিনাস, ট্রাইডেন্ট হোটেল, কামা হাসপাতালের মতো শহরের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে। এই হামলায় বহু মানুষ মারা যায়। আহত হন অনেকে। এই দিনে শহিদদের স্মরণে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

এইদিন শহিদদের স্মরণ করে শ্রদ্ধা জানানো হয় মুম্বইতে। মহারাষ্ট্রের গভর্নর ভগত সিংহ কোশিয়ারি, উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল সন্ত্রাসী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

মুম্বইয়ে হামলার কথা উল্লেখ টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, মুম্বাই ২৬/১১ সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এর হামলায় যাঁরা সাহসিকতার সাথে সন্ত্রাসীদের মোকাবিলা করেছে, তাঁদেরকে স্যালুট।

শ্রদ্ধা জানিয়েছেন পীযূষ গয়াল, স্মৃতি ইরানি সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Comments are closed.