একুশের নির্বাচনে তৃণমূলের প্রচারে কার্যত ঝড় তুলেছিল ‘খেলা হবে’। দেবাংশুর খেলা হবে রক ভার্সান বাংলা ছাড়িয়ে গোটা ভারতে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এমনকী ফলা প্রকাশের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, খেলা হবে এবং বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান দুটি ভোট বাক্সে প্রভাব ফেলেছে।
এবার উত্তরপ্রদেশেও ‘খেলা হবে’র ঝড় তুলতে চাইছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশের মসনদ থেকে যোগীকে উৎখাত করতে খেলা হবে’র অনুকরণে সমাজবাদী পার্টির ভোটের গান ‘খাদেদা হইবে’। সম্প্রতি দলের ট্যুইটার হ্যান্ডেলে ভোজপুরী ভাষায় গানটি প্রকাশিত হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে অখিলেশ যাদবের সু-সম্পর্ক সর্বজন বিদিত। একুশের ভোটের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন অখিলেশ। উত্তরপ্রদেশ নির্বাচনের আগেও মোদীর বিরুদ্ধে অখিলেশের হয়ে তৃণমূল নেত্রীর প্রচারে যাওয়ার জল্পনা ছড়িয়েছিল। যদিও যোগী রাজ্যে তৃণমূল নিজের ইউনিট খোলায় সে জল্পনা নস্যাৎ হয়েছে। তবে উত্তরপ্রদেশে অখিলেশদের বিরুদ্ধে লড়বে না বলে জানিয়েছে তৃণমূল।
এই আবহে আর তিন মাস পরেই উত্তরপ্রদেশের নির্বাচন। রাজনৈতিক মহলের একাংশের মতে, উত্তরপ্রদেশের ফলাফলে ইঙ্গিত মেলে দিল্লি কাদের দখলে থাকবে। এখন দেখার বাংলার ‘খেলা হবে’ যোগী রাজ্যে কতটা প্রভাব ফেলে।
Comments are closed.